পাল্টাপাল্টি হামলা চলছেই রাশিয়া-ইউক্রেন ফ্রন্টলাইনে। সীমান্তবর্তী বেলগোরদে ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ গেছে ৩ রুশ নাগরিকের। গাড়িতে বিস্ফোরণে আহত হয়েছে আরও তিন জন। খবর সিএনএনের।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কুপিয়ানস্ক ও দোনেৎস্কসহ বিভিন্ন ফ্রন্টলাইনে ইউক্রেনের হামলা প্রতিহত করেছে তারা। আভদিভকায় যুক্তরাষ্ট্রের দেয়া এম ওয়ান আব্রামস ধ্বংস করেছে মস্কো বাহিনী। এছাড়াও হাইমার্স, ড্রোনসহ বেশ কয়েকটি মিসাইল ভূপাতিত করেছে তারা।
রাশিয়ার কমান্ড পোস্টে হামলার দাবি করেছে ইউক্রেন। ধ্বংস করেছে মস্কো বাহিনীর ড্রোন হামলা নিয়ন্ত্রণ স্টেশন। এছাড়া ২৪ ঘণ্টায় পুতিন সেনাদের একাধিক হামলা ঠেকানোর দাবি করে তারা।
এর আগে, রোববার (২৫ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি দাবি করেন, রাশিয়ার সাথে যুদ্ধে এখন পর্যন্ত ৩১ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন।