পটুয়াখালীর গলাচিপায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ ভবনে উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে ভূমি কমকর্তা মোঃ নাসিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান ওয়ানা মাজিয়া নিতু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা ভাইস চেয়ারম্যান মোঃ কচিন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার ও পৌরসভা মেয়র আহসানুল হক তুহিন।
এ সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সাধারণ সম্পাদক সন্তোষ দে,গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন, নবনিবাচিত ভাইস চেয়ারম্যান মোঃ কচিন মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার, নবনির্বাচিত চেয়ারম্যান ওয়ানা মাজিয়া নিতু।
উক্ত সংবধনা অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, যুবলীগ, ছাত্র লীগ, আওয়ামী লীগ, মহিলা লীগ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।