চলমান তীব্র দাবদাহে গৌরনদীতে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার স্যালাইন বিতরণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের গৌরনদী ইউনিটের সদস্যরা।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রেড ক্রিসেন্ট ইউনিট (আব্দুরমরব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের) ইনচার্জ ইঞ্জিনিয়ার গোলাম ফজলে রাব্বি খেটে খাওয়া এবং পিপাসার্ত মানুষদের মাঝে সুপেয় খাবার পানি, স্যালাইন, প্রাথমিক ওষুধসহ যাবতীয় উপকরণ এসব মানুষের হাতে তুলে দেওয়ার জন্য আহ্বান জানান।
কলজের অধ্যক্ষ ইঞ্জিঃ মোঃ হুমায়ুন কবিরের ব্যবস্থাপনায় টিম লিডার আবু সাঈদ সহ আরো অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিটের টিম লিডার আবু সাঈদ এ প্রসঙ্গে বলেন, প্রচণ্ড দাবদাহের কারণে জনজীবনে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় করণীয় সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। এরই অংশ হিসেবে পিপাসার্ত শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার স্যালাইন বিতরণ করেন তারা।আ
মন্তব্য করুন