ঢাকার ধামরাইয়ে গ্যাস নেয়ার সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গাড়িটির চালক ফারুক হোসেন মারা গেছেন। এছাড়া এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার এন অ্যান্ড এন নামক এক সিএনজি স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন ধামরাই উপজেলার ধাইরা গ্রামের আব্দুস সালামের ছেলে। সে নিজেই তার মাইক্রোবাসটি চালাতেন।
ধামরাই থানা পুলিশ জানায়, ফারুক হোসেন নামের ওই ব্যক্তি নিজের মালিকানাধীন মাইক্রোবাসটি নিয়ে সিএনজি স্টেশনে গ্যাস রিফিল করতে যান। একপর্যায়ে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।