প্লে-অফের সবচেয়ে জমাট লড়াই চট্টগ্রাম এবং খুলনার মধ্যে। দুই দলই খেলেছে ১০ ম্যাচ। দুই দলেরই পয়েন্ট ১০। তবে চট্টগ্রাম রানরেটে অনেকটাই পিছিয়ে। এরপরেও চট্টগ্রাম আশাবাদী। এই প্রতিবেদন লেখার সময়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলছে দুর্দান্ত ঢাকার বিরুদ্ধে। কাগজে-কলমে যারা টুর্নামেন্টে সবচেয়ে দুর্বল দল। জিতলে পয়েন্ট হবে ১২।
অন্যদিকে খুলনারও বাকি দুই ম্যাচ। তাদের পরবর্তী ম্যাচ চট্টগ্রামের বিপক্ষেই। চট্টগ্রাম এবং খুলনার এই ম্যাচে যারা জিতবে তারাই মূলত এগিয়ে যাবে প্লে-অফের দৌড়ে। কারণ দুই দল নিজেদের বাকি ম্যাচ জিতলে পয়েন্ট হবে সমান ১২। সেক্ষেত্রে পার্থক্য গড়ে দেবে তাদের নিজেদের মধ্যেকার ম্যাচের ফলাফল। একনজরে বিপিএলের প্লে-অফের দৌড়
দল | ম্যাচ | পয়েন্ট | পরবর্তী প্রতিপক্ষ |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ৯ | ১৪ | সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল |
ফরচুন বরিশাল | ১০ | ১২ | রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স |
খুলনা টাইগার্স | ১০ | ১০ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | ১০ | ১০ | দুর্দান্ত ঢাকা, খুলনা টাইগার্স |
*চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং দুর্দান্ত ঢাকার চলমান ম্যাচ পর্যন্ত
মন্তব্য করুন