ঢাকারবিবার , ১৪ এপ্রিল ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ফেলিক্সের গোলে কাদিজকে হারাল বার্সা

স্পোর্টস ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৪ ৮:১১ পূর্বাহ্ণ
Link Copied!

লা লিগায় কাদিজকে ১-০ গোলে হারিয়ে লিগে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখলো বার্সেলোনা। এতে স্পেনের শীর্ষ লিগে টানা ১০ ম্যাচে অপরাজিত কাতালানরা। শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে কাদিজের মাঠে আতিথ্য নেয় বার্সা। ম্যাচে কাতালানদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন পর্তুগিজ ওয়ান্ডার বয় জোয়াও ফেলিক্স। এই জয়ে টেবিল টপার রিয়াল মাদ্রিদের সঙ্গে জাভি হার্নান্দেজের দলের ব্যবধান কমে দাঁড়ালো ৮ পয়েন্টে।

খেলায় কাদিজের মাঠে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চালায় দুই দল। ৩৯ মিনিটে দুর্দান্ত এক ওভারহেড কিকে বার্সেলোনাকে এগিয়ে নেন ফেলিক্স। চার মিনিট পর একটুর জন্য দ্বিগুণ হয়নি ব্যবধান। প্রথমার্ধে লিড নিয়ে বিরতিতে যায় বার্সা।

বিরতির পর দ্বিতীয়ার্ধের নবম মিনিটে কাদিজের জালভেদ করেন বার্সার হুয়ানমি। কিন্তু সেই গোল বাতিল হইয়ে যায় অফসাইডের কারণে। শেষ দিকে প্রবল চাপ তৈরি করেও বার্সেলোনার রক্ষণ ভাঙতে পারেনি কাদিজ।

উল্লেখ্য, ৩১ ম্যাচে ২১ জয় ও ৭ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে বার্সেলোনা। এদিনই আরেক ম্যাচে মায়োর্কাকে ১-০ গোলে হারানো রিয়াল মাদ্রিদ ৭৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষস্থানে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।