ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ভোলার মনপুরায় সারদিয় দুর্গা পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনপুরা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

শনিবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার হাজিরহাট বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণভাবে আসন্ন সারদিয় দুর্গাপূজা অনুষ্ঠানের ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এবং সনাতন ধর্মাবলম্বীদের এই মহোৎসবকে স্বার্থক করতে দলীয়ভাবে সহযোগিতার পাশাপাশি জামায়াতে ইসলামী’র স্বেচ্ছাসেবী টিম আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে বলে জানিয়েছেন জামায়াত নেতারা।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনপুরা উপেজলা শাখার আমীর মাওলানা হাফেজ মো. রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর মাওলানা আমিমুল এহসান জসিম, সেক্রেটারি মাওলানা মো. নুরুন নবী, বায়তুল মাল সম্পাদক মাওলানা মো. আলাউদ্দিন, সারদিয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি নৈদের বাসী দাস, সাধারণ সম্পাদক অনুপম দাসসহ উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতা ও দুর্গাপুজা উদযাপন কমিটির বিভিন্নপর্যায়ের নেতারা।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।