নিজস্ব প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত

স্বামীর সাথে রহস্যের ছলে স্ত্রী বিএনপির এক নেতার পক্ষে সাটানো ঈদ-উল ফিতরের শুভেচ্ছা পোস্টারের আংশিক অংশ ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে তিন দফায় হামলা ও পাল্টা হামলায় নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এসময় পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে আটজনকে উপজেলা হাসপাতালে ও বৃহস্পতিবার দিবাগত রাতে দুইপক্ষের পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী বাজার সংলগ্ন এলাকায়।

 

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, পিঙ্গলাকাঠী গ্রামের বাসিন্দা শহিদুল সিকদারের ছেলে ইঞ্জিনিয়ার বেল্লাল শিকদার (২৮) তার স্ত্রী ইলমা ইয়াসমিনকে (২৪) নিয়ে দাওয়াত খাওয়ার জন্য বৃহস্পতিবার দুপুরে পিঙ্গলাকাঠী বাজার সংলগ্ন তার মামা আলম শিকদারের বাড়িতে যাচ্ছিলেন।

পথিমধ্যে বেল্লালের স্ত্রী রহস্যের ছলে রাস্তার পাশের টিনের বেড়ার সাথে লাগানো স্থানীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের পক্ষে ঈদ-উল ফিতরের একটি শুভেচ্ছা পোস্টারের আংশিক ছিঁড়ে স্বামী বেল্লালের গাঁয়ে ছুড়ে মারেন।

এসময় সেখান দিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন নলচিড়া ইউনিয়ন যুবদল নেতা সোহেল মোল্লা। তিনি পোষ্টার ছেড়ার বিষয়টি দেখতে পেয়ে ওই দম্পতির কাছে পোষ্টার ছেড়ার কারণ জিজ্ঞাসা করেন।

 

এসময় ওই দম্পত্তি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করা সত্বেও সোহেল তাদের সাথে বাগবিতন্ডায় জড়িয়ে পরেন। একপর্যায়ে যুবদল নেতা সোহেল উত্তেজিত হয়ে বেল্লালের স্ত্রীকে মারধর জন্য উদ্যত হলে বেল্লাল ও সোহেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ইঞ্জিনিয়ার বেল্লাল শিকদার জানান, ওই ঘটনার জেরধরে বিকেলে যুবদল নেতা সোহেল মোল্লার নেতৃত্বে ১০/১২টি মোটরসাইকেলযোগে যুবদলের ২০/২৫ জন নেতাকর্মীরা লাঠিসোঁটা, রামদা, লোহার রড নিয়ে তার (বেল্লাল) মামা বিএনপি কর্মী আলম শিকদারের পিঙ্গলাকাঠী বাজার সংলগ্ন বাড়িতে হামলা চালায়।

পরে নলচিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধাারণ সম্পাদক হারুন শিকদারের নেতৃত্বে বাড়ির ও বাজারের লোকজন পাল্টা হামলা চালালে ওই বাড়ির সামনের রাস্তায় ওপর উভয়পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে সাতজন নারীসহ উভয়পক্ষের ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সূত্রে আরও জানা গেছে, সংঘর্ষের একপর্যায়ে সোহেল মোল্লার সমর্থকরা পাঁচটি মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে আসার পর হারুনের সমর্থকরা ওই মোটরসাইকেলগুলো ভাঙচুর করে।

হামলায় যুবদল নেতা সোহেল মোল্লার সমর্থক নলচিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুজন আকন, যুবদল কর্মী আজিজুল সরদার, সেলিম সরদার, আলামিন হাওলাদার, মনির খলিফা, টিপু সুলতান। বিএনপি নেতা হারুন শিকদারের সমর্থক যুবদল কর্মী শহিদুল শিকদার, আজিজুল শিকদার, ছুটিতে বাড়িতে আসা সেনাসদস্য মেহেদী হাসান, তাসলিমা বেগম, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন আহবায়ক শুভ শিকদার, যুবদল কর্মী ইঞ্জিনিয়ার বেল্লাল শিকদার, মনজিলা বেগম, ইলমা ইয়াসমিন, জিয়াসমিন বেগম, শারমিন আক্তার, শেফালী বেগম, ছাত্রদল কর্মী আজিজুল শিকদারসহ উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুত্বর আহত যুবদল কর্মী আজিজুল সরদার, সেলিম সরদার, শহিদুল শিকদার, তাসলিমা বেগম ও আজিজুল শিকদারকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলচিড়া ইউনিয়ন যুবদল নেতা সোহেল মোল্লা হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলেন, ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।

নলচিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন সিকদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সার্বিক বিষয়ে শুক্রবার সকালে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল থেকে ভাঙচুর করা মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক বরখাস্ত

বরিশালে বিএনপি নেতার ছু‘রি’কা’ঘা’তে জামায়াতকর্মী আহত

ভূমিকম্পে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় বরিশাল নগরী

শেখ রাসেল পরিষদের সদস্য বিল্লাল এবার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী

ববি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শেবাচিমে ২ বছরের শিশুকে অবহেলা! চিকিৎসার বদলে ইউটিউব দেখছিলেন ‘ইন্টার্ন’

বরিশালে এইচআইভি সংক্রমণে নতুন উদ্বেগ: এক বছরে শনাক্ত ২০ জন, অর্ধেকই শিক্ষার্থী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ম সমাবর্তন আয়োজনের লক্ষ্যে ৬ সদস্যের কমিটি গঠন

ববিতে নবীন শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং: ভুক্তভোগীর উপাচার্য বরাবর লিখিত অভিযোগ

১০

ছাত্রসংসদের নাম জটিলতা নিরসনে ববিতে নিস্ফল বৈঠক

১১

বরিশালে থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

১২

দেশের সব ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ

১৩

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

১৪

বরিশালে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ডিসি

১৫

প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিষয়ে যা জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

১৬

ঝালকাঠিতে জামায়াতে যোগ দিলেন বিএনপির ২০ নেতাকর্মী

১৭

বরিশালে শ্রমিকদের পাল্টাপাল্টি অবস্থান, সড়ক অবরোধ

১৮

বরিশালে মোহামেডান স্পোর্টিং ক্লাব মাঠ মসজিদের নামে দখলের অভিযোগ

১৯

বরিশাল জেমি কর্ণারে ক্রেতাকে মারধরের অভিযোগ

২০