বরিশাল নগরী অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, আছমত আলী খান (এ.কে) ইনস্টিটিউশন এর ১১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
১৯১৩ সালে বরিশালের বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী খান বাহাদুর হেমায়েত উদ্দিন আহমেদ এবং তার বন্ধু মোঃ ইসমাইল খান চৌধুরীর যৌথ উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে।
বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান শিক্ষক এইচ.এম জসীম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি ও বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক এবং উপস্থিত অতিথিবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষের প্রতিষ্ঠাতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় ।
মন্তব্য করুন