ববি প্রতিনিধি
৮ নভেম্বর ২০২৫, ৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ববি ছাত্রদল নেত্রীকে নিয়ে কটূক্তি: অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) একটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মের ফেসবুক পেইজ ‘Linkers in Barishal University’-তে সম্প্রতি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একটি রাজনৈতিক কর্মসূচির ভিডিও পোস্ট করা হয়। এই ভিডিওর মন্তব্যের ঘরে আর.এইচ রিফাত নামে এক ব্যক্তি মিছিলের সামনে থাকা একমাত্র নারী ছাত্রদল নেত্রীকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। নারী ছাত্রদল নেত্রীকে উদ্দেশ্য করে রিফাত কমেন্ট করেন, “ভবিষ্যৎ নেতাদের খাবার সামনে।”

অভিযুক্ত আর.এইচ রিফাত বরিশালের বন্দর থানাধীন চরকরঞ্জী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের কেউ নন বলেও নিশ্চিত করেছেন। অন্যদিকে, মিছিলের সামনে থাকা ভুক্তভোগী ওই ছাত্রদল নেত্রীর নাম মরিয়ম খাতুন, যিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। সাইবার বুলিংয়ের শিকার হওয়া এই নারী পূর্বে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও গত ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয় শাখার আরিফ-সাকিব কোরামের রাজনীতিতে সক্রিয় হন এবং চলতি বছরের ২৯ জুলাই অনুষ্ঠিত কর্মী সম্মেলন থেকে ছাত্রদলের ফরম সংগ্রহ করেন।

অভিযুক্ত আর.এইচ রিফাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নারী ছাত্রদল নেত্রীকে উদ্দেশ্য করে কিছু বলেননি বলে দাবি করেন। তিনি বলেন, “আসলে আমি বলছিলাম যে, এই নেতারা হয়তো ভবিষ্যতে দেশের সম্পদ খাবে, এরকমই মিন করছিলাম। আর এটা তো স্বাভাবিক, সব নেতাদেরই খারাপ মন্তব্য করে সবাই। আমি জাস্ট নরমালি বিষয়টা বলছি।”

তিনি আরও বলেন, “যারা রাজনীতি করেন, তাদেরকে নিয়ে অনেকেই অনেক মন্তব্য করে; তাই বলে তারা যদি সব কথায় কান দেয়, তাহলে তো হবে না।” তিনি দুঃখ প্রকাশ করে প্রথমবারের মতো ক্ষমা প্রার্থনা করে বলেন, “আমার জীবনের সবচেয়ে বড় ভুল এটা। আমি এ ধরনের কাজ আর কখনোই করবো না।”

উক্ত ঘটনার জের ধরে গতকাল শুক্রবার (৭ নভেম্বর) ভুক্তভোগী ছাত্রদল নেত্রীকে সাক্ষী রেখে মো. আরিফ হোসেন বন্দর থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগপত্রে বিবাদী হিসেবে বরিশাল জেলার বন্দর থানাধীন চরকারঞ্জীর আর.এইচ রিফাতের নাম উল্লেখ করা হয়েছে।

বাদী আরিফ হোসেন অভিযোগপত্রে উল্লেখ করেছেন:”গত ২৯-০৭-২০২৫ তারিখ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভায় ছাত্রদলের অন্যান্য সদস্যসহ উল্লেখিত সাক্ষী উপস্থিত ছিলেন। গত ০৬-১১-২০২৫ খ্রিষ্টাব্দে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভার একটি ভিডিও ‘Linkers in Barishal University’ পেইজে পোস্ট করা হয়। উক্ত পোস্টে বিবাদী সাক্ষীকে লক্ষ্য করে বাজে মন্তব্য করে কমেন্ট করে, যা নারী সদস্যদের হেয় প্রতিপন্ন করা হয়। পরবর্তীতে বিষয়টি আমাদের দৃষ্টিগোচরে আসলে উক্ত বিষয়টি আমাদের সিনিয়রদের সাথে আলাপ আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে সামান্য বিলম্ব হইল।”

‘Linkers in Barishal University’ পেইজটিতে বিভিন্ন সময়ে রাজনৈতিক দল, সামাজিক ও সাংবাদিক সংগঠন নিয়ে সমালোচনা হয়ে থাকে। এর আগেও একাধিকবার পেইজটির বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের দাবি, পেইজটির বিরুদ্ধে ভুল তথ্য ও কুতথ্য ছড়ানোর অভিযোগ থাকলেও নির্দিষ্ট কোনো বিধিমালা অনুসরণ না করেই হরহামেশাই বাজে মন্তব্যের মাধ্যমে সমালোচনার সুযোগ করে দেওয়া হয়।

পেইজটির এডমিন মোকতাদির রিজভী বলেন, “পেইজে কেউ বাজে কমেন্ট করলে সেটা ঠেকানোর ব্যবস্থা আমাদের নেই, তবে এ ধরনের মন্তব্য কেউ করলে তাকে পেইজ থেকে ব্যান করে দেওয়া হয়। ভুক্তভোগী ওই ছাত্রদল নেত্রী আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করলে আমরা তাকে সাহায্য করব।”

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা আজমাইন সাকিব বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে বাজে ও অশালীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রায় ১০১ দিন আগের একটি ভিডিওকে ঘিরে পরিকল্পিতভাবে নতুন করে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে, যা ঘৃণ্য ও উদ্দেশ্যমূলক। এই নব্য নারী বিদ্বেষী মানসিকতা ও নারী নেত্রীদের নিয়ে অবমাননাকর মন্তব্য বিশ্ববিদ্যালয় পরিবেশকে কলুষিত করছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই—বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নারীর মর্যাদা, সম্মান ও নিরাপত্তার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করে।”

ছাত্রদলের আরেক নারী নেত্রী তাওহিদা রহমান রাকা বলেন, “ক্যাম্পাসে রাজনীতিতে অংশগ্রহণকারী নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য কেবল ব্যক্তিকে অপমান করে না; এটি নারী নেতৃত্ব ও গণতান্ত্রিক অধিকারকে অবমূল্যায়ন করার এক ধরনের সামাজিক অসুস্থতা। কুরুচিপূর্ণ মন্তব্য নারীর অগ্রযাত্রাকে থামাতে পারে না; বরং এটি মন্তব্যকারীর মানসিক সংকীর্ণতা ও নারী বিদ্বেষকে স্পষ্ট করে। আমরা চাই ক্যাম্পাস রাজনীতি আদর্শ, যুক্তিবোধ, দায়িত্ববোধ ও নৈতিক নেতৃত্বের ভিত্তিতে বিকশিত হোক। নারী নেতৃত্বের সামনে প্রশ্ন নয়, সম্মানই হওয়া উচিত প্রথম প্রতিক্রিয়া। কারণ, নারীর অংশগ্রহণ গণতন্ত্রকে শক্তিশালী করে, সমাজকে কখনোই দুর্বল করে না।”

ভুক্তভোগী ছাত্রদল নেত্রী মরিয়ম খাতুন বলেন, “জুলাই আন্দোলনের পরে এমন ঘটনা সত্যিই বেদনাদায়ক। কখনো ভাবিনি নারী নেতৃত্বকে এভাবে ছোট করে দেখা হবে নতুন বাংলাদেশে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ বাংলাদেশে হয়তো নারী নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে না। ছেলেটার বিরুদ্ধে মামলা করা হয়েছে আমাকে বাদী করে। আশা করি আমি এর সুষ্ঠু বিচার পাবো। এতে ভবিষ্যতে কেউ সাইবার বুলিং করার সাহস পাবে না। সবাইকে অনুরোধ করবো, আমি সহ সকল মেয়ের পাশে দাঁড়াতে, যারা সাইবার বুলিংয়ের শিকার হবে। চুপ করে না থেকে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার্স ইনচার্জ) রফিক আশ্বাস দিয়ে বলেন, “বিষয়টি আমি দেখছি। অভিযোগ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ববি ছাত্রদল নেত্রীকে নিয়ে কটূক্তি: অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ

৮ মাসেও হয়নি রেজাল্ট, ভুক্তভোগী শিক্ষার্থীর আত্মহত্যার হুমকি

“আমাদের পাঠশালা’র” শিশুদের হাতে শিক্ষা উপকরণ দিলেন সাবেক সচিব সফিকুজ্জামান

বরিশাল-৫ আসনে বিএনপির আস্থা” মজিবর রহমান সরওয়ার ” এর উপর

প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পদ বাতিল

নভেম্বর ও ডিসেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল

সেন্টমার্টিন খুললেও পর্যটকদের যাত্রা অনিশ্চিত

আজ থেকে জাটকা শিকারের নিষেধাজ্ঞা শুরু

চিকিৎসকদের জন্য বিশাল সুখবর

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

১০

বরিশাল ব্যায়ামাগারে কথা-কাটাকাটির জের ধরে ছুরিকাঘাত, যুবকের অবস্থা সংকটাপন্ন

১১

শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: প্রধান উপদেষ্টা

১২

গ্রিল-নেটে বন্দি হচ্ছে ঐতিহ্যবাহী বিবির পুকুর

১৩

বরিশালের আড়িয়াল খাঁ নদী থেকে বিশালাকার নোঙর উদ্ধার

১৪

বরিশাল সিভিল সার্জন অফিসের সাবেক হিসাব রক্ষকের সম্পদের পাহাড়

১৫

বরিশাল “শেবাচিমে” নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের নিয়ে গঠিত হলো ছাত্রদলের কমিটি

১৬

ছুটির দিনেও লাইব্রেরির রিডিং রুম খোলা রাখার দাবি

১৭

বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

১৮

বাস্তবায়ন নিশ্চিত হলেই সনদে সই করবে এনসিপি, ইসি পুনর্গঠনের দাবি

১৯

বরিশালে ১১ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

২০