রিশালে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর উদ্দ্যাগে ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আয়োজন করা হয়।উ ক্ত টুর্নামেন্টে সর্বমোট ৮ টি দল অংশ গ্রহন করে। ১০ দিন ব্যাপী ম্যাচের ফাইনাল ম্যাচ ২০ শে আগষ্ট বুধবার সকাল ৭ঘটিকায় বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত হয়।
বৃষ্টি বিঘ্নিত ফাইনাল ম্যাচে পপুলার টপ টেন পাওয়ার বনাম পপুলার ফার্মেসি মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হলে খেলা টাইব্রেকারে গড়ায়।২-১ গোলের ব্যবধানে পপুলার টপটেন পাওয়ার বিজয় লাভ করে। পুরো টুর্নামেন্টে ভালো খেলায় ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন মোঃ ইলিয়াচ,ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হন রাফি এবং সেরা গোলকিপার পুরষ্কার বিজয়ী হন মো জুয়েল।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর বরিশাল শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোশাররফ হোসেন। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মার্কেটিং বিভাগের ফরহাদ , ফিরোজ,জুয়েল।
মন্তব্য করুন