বরিশাল নগরীতে আবারো বসছে শরতের রঙিন আসর। প্রতি বছরের মতো এবারও জনপ্রিয় ইভেন্ট আয়োজন প্রতিষ্ঠান মেমোরি মেকার ইভেন্ট প্লানার এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে শরৎ উৎসব–২০২৫। আগামী ১৮, ১৯ ও ২০ সেপ্টেম্বর শহরের শিশু পার্কের সামনে অবস্থিত ইউরো কনভেনশন হলে তিন দিনব্যাপী এ উৎসব চলবে।
এবারের আয়োজনকে ঘিরে সাজানো হচ্ছে নানান বৈচিত্র্যময় স্টল। থাকবে কসমেটিকস, দেশি-বিদেশি জুয়েলারি, হ্যান্ডমেড চুড়ি, হোমমেড খাবার, মুখরোচক ফাস্টফুড, দেশি-বিদেশি পোশাকসহ আরও অসংখ্য আকর্ষণ। উৎসব প্রাঙ্গণে থাকবে শিশু-কিশোরদের জন্য বিশেষ কর্নার এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজনও।
এবারের শরৎ উৎসবকে আরও বর্ণাঢ্য করে তুলছে একাধিক সহযোগী প্রতিষ্ঠান। টাইটেল স্পন্সর হিসেবে থাকছে স্কিনফিনিটি, পাওয়ার্ড বাই মিরাজ টেলিকম, মিডিয়া পার্টনার বরিশাল পত্রিকা এবং ফটোগ্রাফি পার্টনার ড্রিমি ম্যাট্রিমনি।
শরতের স্নিগ্ধ আবহে এই উৎসব নগরবাসীর জন্য হয়ে উঠবে আনন্দ, কেনাকাটা ও আড্ডার এক অপূর্ব মিলনমেলা—এমনটাই আশা করছে আয়োজকরা।
মন্তব্য করুন