বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ধর্মভিত্তিক সংগঠন ‘ইলহাম’-এর উদ্যোগে জীবনানন্দ দাশ হলে গত ১৬ই অক্টোবর এক সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় শুরু হওয়া এই আলোচনা অনুষ্ঠান রাত ৯টা পর্যন্ত চলে। ইসলামের বিভিন্ন দিক এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আয়োজিত এই কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহমদ রফিক, মুহাইমিন পাটোয়ারী, শামসুল আরেফিন শক্তি এবং জাকারিয়া মাসুদ। বক্তারা ইসলামের সাথে ইনসাফের সম্পর্ক, ইসলামী অর্থব্যবস্থা, সভ্যতার দ্বন্দ্ব এবং জাহেলিয়াতের একাল-সেকাল—এই বিষয়গুলো নিয়ে আলোচনা পেশ করেন। আলোচনা শেষে সরাসরি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়। ইলহামের সভাপতি মো. রেদওয়ান হোসাইন তামীম তার বক্তব্যে সংগঠনটির লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন এবং তরুণ শিক্ষার্থীদের কর্জে হাসানা, হালাল বিনিয়োগ, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণসহ উদ্যোক্তা হতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাহাত হোসাইন ফয়সাল এবং ইলহামের উপদেষ্টা মো. হারুন অর রশিদ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে এই ধরনের গঠনমূলক আয়োজনের প্রশংসা করেন। কনফারেন্স চলাকালীন সময়ে ইলহামের উদ্যোগে পূর্বে আয়োজিত সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, নারী শিক্ষার্থীদের জন্য কীর্তনখোলা হলে আলাদা ব্যবস্থা রাখা হলেও কিছু কারিগরি জটিলতা ও সীমাবদ্ধতার কারণে নির্ধারিত স্থানবিন্যাসে ত্রুটি দেখা দেয়, যার জন্য তারা দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে তাদের কার্যক্রম আরও সুন্দর ও সুসংগঠিতভাবে সম্প্রসারণের আশ্বাস দিয়ে আয়োজকরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে সুদ থেকে রক্ষা পেয়ে ইসলামি সমাজ বিনির্মানের উদ্দেশ্যে কর্জে হাসানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন