তেঁতুলিয়া ও কালাবদর নদীর ওপর বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।
সোমবার বরিশাল নগরীতে বসবাসরত শিক্ষার্থীসহ ভোলাবাসী এ মানববন্ধন করেন।
নগরীর অশিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাকসুদুর রহমান, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম হাবিব, গণিত বিভাগের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা এবং সুশীল সমাজের প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করা হচ্ছে। সরকার একাধিকবার আশ্বাস দিলেও এখনো প্রকল্পের বাস্তবায়ন হয়নি। সেতুর অভাবে ভোলার সাধারণ মানুষ সময়মতো বরিশালে চিকিৎসা সুবিধা পেতে ব্যর্থ হচ্ছেন। সেতু না থাকায় দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
দ্রুত বরিশাল-ভোলা সেতু নির্মাণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মন্তব্য করুন