বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো পরিচালক নাজমুল ইসলামকে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিসিবি।
বলা হয় সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে এবং সংস্থার সর্বোত্তম স্বার্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি। বিসিবি সভাপতির ওপর অর্পিত ক্ষমতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই এই কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার সব সময়ই ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করা। বোর্ড তার অধিভুক্ত সব খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ প্রসঙ্গে বিসিবি আশা প্রকাশ করেছে, বর্তমান চ্যালেঞ্জিং সময়ে সব ক্রিকেটার পেশাদারিত্ব ও নিষ্ঠার সর্বোচ্চ মান বজায় রেখে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাবেন। একই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলেও বিসিবি প্রত্যাশা করছে।
এদিকে, এই বিসিবি আগেই জানিয়েছিল, তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানোর শর্তে ক্রিকেটারদের আজকের মধ্যেই ফিরতে হবে খেলায়। নয়তো অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য করুন