Junaed siddiki
১ ফেব্রুয়ারি ২০২৪, ৩:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালের আঞ্চলিক ভাষায় জারিগানে প্রজনন স্বাস্থ্য বিষয়ক কনটেন্ট নির্মাণ করবে সিরাক বাংলাদেশ

কিশোর-কিশোরীদের পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করার লক্ষ্যে বরিশালের আঞ্চলিক ভাষায় জারি গানে কনটেন্ট নির্মাণ করবে বেসরকারি উন্নয়ন সংস্থা সিরাক বাংলাদেশ। এ লক্ষ্যে বরিশাল নগরীর বটতলা এরিয়ার হোটেল ‘রোজ ইন’ এর মিলনায়তন কক্ষে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সাড়ে ১০ টায় ‘কনটেন্ট ভ্যালিডেশন ‘ শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ইউএসআইডি’র অর্থায়নে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় ‘নলেজ সাকসেস’ শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়।

সেমিনারে স্বাগত বক্তব্য ও পরিচিতি পর্ব পরিচালনা করেন, সিরাক বাংলাদেশের উপ-পরিচালক মো. সেলিম মিয়া। বিষয়ভিত্তিক প্রকল্প উপস্থাপন করেন সিরাক বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার নুসরাত শারমিন রেশমা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বরিশাল বিভাগীয় পরিচালক মো: নিয়াজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনার বরিশাল জেলা এর সহকারী পরিচালক মো: নকিবুল হাসান ও মো. সাইদুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদার, বরিশাল জেলা প্রশাসকের সহকারী কমিশনার দেবজামিকর, সভাপতির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা উপপরিচালক মো: মিজানুর রহমান। সমাপনী বক্তব্য রাখেন সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত।

প্রধান অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনার বরিশাল বিভাগীয় পরিচালক মো: নিয়াজুর রহমান বলেন, সরকার সরকারি-বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কিশোর-কিশোরীদের পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। এটি খুবই জরুরি একটি বিষয়। আর সচেতনতা তৈরির মাধ্যম হিসেবে বক্তব্য ও সাধারণ কথার চেয়ে আঞ্চলিক ভাষায় নির্মিত জারিগান, পথ নাটক বা পুঁথিপাঠ প্রভাবশালী মাধ্যম। এসব কনটেন্টের মাধ্যমে সহজেই সহজ ভাষায় কৈশোর ও প্রজনন স্বাস্থ্য বিষয়গুলোকে মানুষের সামনে উপস্থাপন করা যাবে। সিরাক-বাংলাদেশ আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দিয়ে যে প্রকল্পের উদ্যোগ নিয়েছে তা সকল অঞ্চলের কিশোর-কিশোরীদের তথ্য প্রাপ্তির মাধ্যমে সচেতনতা সৃষ্টিকে আরো ত্বরান্বিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকতের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়, এসময় সমাপনী বক্তব্যে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে সব মানুষের দোরগোড়ায় পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরিষেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। সরকারের পাশাপাশি এই উন্নয়ন পরিকল্পনা আরো ত্বরান্বিত করতে দেশের ৫ জেলায় ( বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ও রাজশাহী ) কিশোর-কিশোরীদের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অডিও এবং ভিডিও কনটেন্ট তৈরিতে কাজ করছে, তবে এবার আঞ্চলিক ভাষায় (জারি, গম্ভীরা, পালা, ধামাইল, গীতিনাট্য) গানে কনটেন্ট তৈরিতে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিরাক বাংলাদেশ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাক-বাংলাদেশের বিভাগীয় সমন্বয়কারী মো. নাঈম হোসেন খান, রিয়াজুল ইসলাম রাজ, রাফসান আজমী, সাইফুজ্জামান রানা, তাকিয়া, সানজিদা জামান, তাইমুর জামান, সাংবাদিক মাজহারুল ইসলামসহ, বরিশালের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উল্লেখ্য সিরাক-বাংলাদেশ, ১৯৯১ সালে এর প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবাধিকার, বাল্যবিবাহ ও যৌন সহিংসতা রোধ, নারী, শিশু ও তরুণদের দক্ষতাবৃদ্ধি, গণতান্ত্রিক সচেতনতা, কর্মমুখী শিক্ষা, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য অধিকার, নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে সারাদেশে সুনামের সাথে বিভিন্ন প্রকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এছাড়াও জাতিসংঘের ‘ইসিওএসওসি’এর সাথে বিশেষ পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক পরিমন্ডলে তরুণদের নীতি ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সিরাক বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত একটি সংস্থা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের সুরক্ষা নিশ্চিতে পি আর এর বিকল্প নেই : অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর

মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে আগুনে দগ্ধ হয়ে নিহত ৯

বানারীপাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন

শিক্ষার্থীদের লিফটের জন্য ভিসির হাতে ফ্যান হস্তান্তর করলো বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল

ঝালকাঠিতে সুবিধাবঞ্চিত শিশুদের আলো দেখাচ্ছে “তরঙ্গের পাঠশালা”

ঝালকাঠিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধসহ আহত ৫

ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাখার ইউনিয়ন পরিষদের নব নিযুক্ত প্রশাসক হলেন তনয় সিংহ

হাতুড়ে ডাক্তার ইকবালের ভুল চিকিৎসার বলি বিএম কলেজ শিক্ষার্থী “সাজনিন”

রামপট্টি বাসস্ট্যান্ড থেকে রহমতপুর ব্রীজ পর্যন্ত: ঝুঁকিপূর্ণ সড়ক যেন মৃত্যুফাঁদ

১০

বরিশালে ২ সাংবাদিককে মেরে আহত করলো ছাত্রদল নেতারা

১১

বরিশাল পত্রিকা’র বিএম কলেজ প্রতিনিধি হলেন আজিজুল ইসলাম

১২

নিয়মের বেড়াজালে আবদ্ধ স্নাতকোত্তর শিক্ষার্থীদের হলের একক আসন

১৩

শেরে বাংলা হলে নেই টিভি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

১৪

ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন বরিশালের সিফাত ই মঞ্জুর রোমান

১৫

প্রভোস্টের অদূরদর্শীতায় স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীর হলে সিট বরাদ্দ

১৬

নগরীর এ.কে স্কুলে টাইফয়েড টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৭

বরিশালে শুরু হলো ৩ দিনব্যাপী শরৎ উৎসব

১৮

বরিশালে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী শরৎ উৎসব

১৯

ববিতে দুই বিভাগের সংঘর্ষের নেপথ্যে অপর্যাপ্ত খেলার মাঠ

২০