জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা স্লোগান দেন “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “বিচার চাই, বিচার চাই— জুবায়েদ হত্যার বিচার চাই” ইত্যাদি।
ছাত্রদল নেতা মোশাররফ হোসেন বলেন,“জুবায়েদ আহমেদের নির্মম হত্যাকাণ্ড ছাত্রসমাজের জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। আমরা তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
অন্য এক নেতা আজমাইন সাকিব বলেন,“৫ আগস্টের পরে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু এখন দেখছি, ছাত্রদলের একের পর এক নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে। সর্বশেষ জুবায়েদকে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার না করা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।”
উল্লেখ্য, রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসা থেকে জুবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়েদের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি ছিলেন কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
মন্তব্য করুন