বরিশাল জেলার উজিরপুর উপজেলা পরিষদের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন।
আজ সোমবার দুপুরে তিনি ইউনি-ব্লক রাস্তা নির্মাণ, সেবাগ্রহীতাদের জন্য নির্মিত ওয়েটিং রুম, উপজেলা পরিষদ কনফারেন্স রুমের সংস্কার এবং উজিরপুর মহিলা কলেজে হাইজিন কর্নারসহ আধুনিকায়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, উজিরপুর-বানারীপাড়া আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেকসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।
উপজেলার এসব উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।
পরে জেলা প্রশাসক খায়রুল আলম সুমন উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
মন্তব্য করুন