বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব বিল্ববাড়ি এলাকায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে ছুরিকাঘাতে এক যুবক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ৬ (ডিসেম্বর) শনিবার দুপুরে পূর্ব বিল্লাবাড়ির মাদ্রাসা সংলগ্ন এলাকায়। আহত যুবক বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জামায়াতপন্থী কর্মীদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা হিসেবে পরিচিত জসিম ও তার সহযোগীরা হঠাৎ তাদের কর্মী মো. জাহাঙ্গীর এবং তার ছেলের ওপর হামলা চালায়। এসময় জাহাঙ্গীরের ছেলেকে ছুরিকাঘাত করা হয় এবং জাহাঙ্গীরের হাঁটুতে আঘাত লাগে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, জসিম ও তার সহযোগীরা প্রায়ই এলাকাতে তাদের ওপর অতর্কিত হামলা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে তারা জানান।
অভিযোগের বিষয়ে জসিম বা স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে স্থানীয়রা জানান, এলাকায় রাজনৈতিক উত্তেজনা দীর্ঘদিন ধরেই বিরাজ করছে এবং ঘটনার পর সাধারণ মানুষও আতঙ্কে আছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন