বরিশাল বিভাগীয় বইমেলায় এবছর দর্শনার্থীদের বাড়তি আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে “বরিশাল সংস্কৃতি কেন্দ্র”–এর ব্যতিক্রমী স্টল। বই, ছবি আর ইতিহাসের এক অনন্য মেলবন্ধনে সাজানো এই স্টল যেন বইমেলার ভিড়ের মাঝেও আলাদা করে চোখে পড়ে।
স্টলটিতে বিশেষভাবে স্থান পেয়েছে জুলাই আন্দোলনের অন্যতম মুখ শহীদ শরীফ ওসমান হাদীর লেখা বই। আন্দোলনের প্রেক্ষাপট, আত্মত্যাগ ও প্রতিবাদের ইতিহাস তুলে ধরা এসব বই পাঠকদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করছে। পাশাপাশি রয়েছে গার্ডিয়ান, সমকালীন বিষয়ভিত্তিক গ্রন্থ, ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারির লেখা বই, প্রখ্যাত কবি মতিউর রহমানের কাব্যগ্রন্থসহ দেশের নানা প্রান্তের খ্যাতিমান ও নবীন লেখকদের বই।
শুধু বই নয়, স্টলটির ভিজ্যুয়াল উপস্থাপনাও আলাদা মাত্রা যোগ করেছে। পুরো স্টলটি সাজানো হয়েছে জুলাই আন্দোলনের বিভিন্ন ঐতিহাসিক ছবি দিয়ে। দেয়ালজুড়ে থাকা এসব ছবি দর্শনার্থীদের আন্দোলনের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, বইয়ের সঙ্গে ইতিহাসকে অনুভব করার সুযোগ করে দিচ্ছে।
বিশেষ করে শিশু-কিশোরদের জন্য রয়েছে ছোটদের বইয়ের সমৃদ্ধ সংগ্রহ। রঙিন প্রচ্ছদ, শিক্ষণীয় গল্প ও মননশীল বইগুলো ছোট পাঠকদের আকৃষ্ট করছে এবং অভিভাবকদেরও প্রশংসা কুড়াচ্ছে।
বইমেলায় আগত দর্শনার্থীরা জানান, বরিশাল সংস্কৃতি কেন্দ্রের স্টলটি কেবল একটি বই বিক্রির জায়গা নয়, বরং এটি একটি সাংস্কৃতিক স্মৃতি ও প্রতিবাদের দলিল। অনেকেই স্টলে এসে বই কেনার পাশাপাশি জুলাই আন্দোলনের ছবি দেখে আবেগাপ্লুত হচ্ছেন।
সব মিলিয়ে, বই, সংস্কৃতি ও ইতিহাসের অনন্য সমন্বয়ে বরিশাল বিভাগীয় বইমেলায় বরিশাল সংস্কৃতি কেন্দ্রের স্টলটি হয়ে উঠেছে দর্শনার্থীদের জন্য এক অনিবার্য গন্তব্য—যেখানে বইয়ের পাতায় পাতায় কথা বলে সময়, আন্দোলন আর মানুষের গল্প।
মন্তব্য করুন