বরিশাল নগরীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আছমত আলী খান ( এ.কে) ইনস্টিটিউশনে নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি, বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে ২০২৬ সালের ষষ্ঠ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক এইচ.এম জসীম উদ্দীন তার বক্তৃতায় শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানান। তিনি তার বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবলমাত্র পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে হবে না, পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ জিয়াউল হক, রতন কুমার মজুমদার, আরিফুর রহমান সাজ্জাদ প্রমুখ।
শিক্ষার্থীরা যাতে অতিরিক্ত স্মার্ট ফোনে আসক্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য অভিভাবকদের অনুরোধ করা হয়। অনুষ্ঠানে আগত অভিভাবকগনও তাদের প্রতিক্রিয়া ও প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্তব্য করুন