চট্টগ্রামে রাইফেল ক্লাব ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জুবলী রোডের রাইফেল ক্লাব ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নির্বাপণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ভবনটির ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়।
রাইফেল ক্লাব ভবনে শতাধিক ইলেকট্রনিক্স দোকান রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের ভেতর থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। এ কারণে আগুন নেভাতে বেগ পাচ্ছেন ফায়ার সার্ভিস সদস্যরা।
ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ আলী জাগো নিউজকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।