বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের (জয়ন্তী) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছরের জন্য গঠিত এই কমিটির সভাপতি হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেরুন নেছা নাবেরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অনামিকা আক্তার।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরিফ রশিদ, নুরে জাহান শশী, সুমি আক্তার, সিকদার হৃদয় এবং নায়িমুর রহমান নায়িম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবিদ আল রাকীব, ছাব্বির রহমান, আনিসুর রহমানসহ আরও কয়েকজন। এছাড়া সাংগঠনিক সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, অর্থ সম্পাদকসহ বিভিন্ন পদে অন্যান্য শিক্ষার্থীরা দায়িত্ব পেয়েছেন।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও কল্যাণমূলক কার্যক্রমে কাজ করে আসছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।