জাতীয় পর্যায়ে অনন্য অর্জন হিসেবে বরিশালের তরুণ স্বেচ্ছাসেবী মো: সিফাত ই মঞ্জুর রোমান অর্জন করলেন ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫। রাজধানীর মালিবাগে অবস্থিত ফোর-স্টার হোটেল স্কাই সিটিতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এ মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেওয়া হয়।
সামাজিক পরিবর্তন, স্বেচ্ছাসেবক নেতৃত্ব এবং তরুণদের সমাজ উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার লাভ করেন । তিনি প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা, যা যুবনেতৃত্বাধীন একটি সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক কর্মকাণ্ড, পরিবেশ সচেতনতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃতি ব্যক্তিত্ব, সমাজকর্মী, সামাজিক উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। ২০টি ক্যাটাগরিতে ৫০ জন কে ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড-২০২৫ সম্মাননা প্রদান করা হয়। এর আগে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৩ এবং বাংলাদেশ ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পান মো: সিফাত ই মঞ্জুর রোমান।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মো: সিফাত ই মঞ্জুর রোমান বলেন:এই স্বীকৃতি শুধু আমার নয়; বরং বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবীর। যারা নিরলসভাবে সমাজ পরিবর্তনের জন্য কাজ করছে, এই সম্মান তাদের প্রত্যেকের জন্য। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ তরুণরাই পারে বাংলাদেশকে এগিয়ে নিতে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে।
মন্তব্য করুন