জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরী কর্তৃক আয়োজিত সংগঠনের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি ০৫ নভেম্বর ২০২৫, রোজ রবিবার নগরীর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরীর উপদেষ্টা পরিষদের সভাপতি ডা. খান আব্দুর রউফ এবং পরিচালনা করেন শাখা পরিচালক ও কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য অগ্রপথিক আশফাকুর রহমান আদিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম/স্থানীয় সরকার শাখা/প্রবাসী কল্যাণ শাখা) জনাবা কাশফিয়া কবীর ঐশ্বী,
বরিশাল জেলা কালচারাল অফিসার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. মামুন উর রশিদ, সরকারি ফজলুল হক কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর রব, এবং কেন্দ্রীয় আসরের শিশু অধিকার ও গবেষণা সম্পাদক রাশিদুল হাসান রাকিব।
অনুষ্ঠানে প্রায় ১৫টি ইভেন্টে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের পরিবেশনায় আকর্ষণীয় বিতর্ক প্রতিযোগিতা ও মঞ্চনাটক “স্বপ্নগুলো ডানা মেলবে” দর্শকদের মন জয় করে নেয়।
এসময় ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরীর সহকারী পরিচালকসহ শাখার অন্যান্য সংগঠকরা উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শিশুদের উচ্ছ্বাস, সৃজনশীলতা ও আনন্দমুখর পরিবেশ।
মন্তব্য করুন