শেবাচিমের দুর্নীতি, অব্যবস্থাপনা ও অবহেলার বিরুদ্ধে টানা ৯ম দিনের মতো রাজপথে আন্দোলন: আল্টিমেটাম দিলেন মহিউদ্দিন রনি।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) বিভিন্ন অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার অবনতির বিরুদ্ধে আজ ৫ আগস্ট টানা ৯ম দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বরিশালের সাধারণ মানুষ ও ছাত্রসমাজ।
আজকের কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা। বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী হাসান একাধিক প্রতিবাদী গান পরিবেশন করেন, যেখানে উঠে আসে জনদুর্ভোগ, বঞ্চনা ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বার্তা।
সমাবেশে অংশ নিয়ে সামাজিক আন্দোলনের নেতা মহিউদ্দিন রনি বলেন, “নিজের অধিকার আদায়ে সবাইকে কথা বলতে হবে, রাস্তায় নামতে হবে। নইলে এই অব্যবস্থাপনা চলতেই থাকবে।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি কোন সন্তোষজনক বার্তা না আসে, তাহলে আমরা ‘বরিশাল ব্লক’ এর মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
আন্দোলনকারীরা জানায়, তারা শেবাচিমে স্বাস্থ্যসেবা, জনবল, যন্ত্রপাতির স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। বরিশালবাসীর ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
মন্তব্য করুন