নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
৩ আগস্ট ২০২৫, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন বরিশালের তরুন সাংবাদিক তাসনিম

সাংবাদিকতা শুধু খবরের পেছনে ছোটা নয়; এটি দায়িত্ববোধ, সাহস এবং সময়ের চ্যালেঞ্জ গ্রহণ করার এক অবিরাম লড়াই। সেই লড়াইয়ে নিরন্তর সংগ্রাম করে, ২৪’র জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানের বাস্তবতা প্রকাশ এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক ক্যামেরা চালিয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ‘’চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা” অর্জন করেছেন বরিশালের তরুণ সাংবাদিক মশিউর রহমান তাসনিম।

তিনি ২০১৯ সাল থেকে বরিশালের সাংবাদিক অঙ্গনে ওস্তাদ খ্যাত, গেদু চাচার খোলা চিঠির লেখক আলম রায়হানের সম্পাদিত দৈনিক দখিনের সময় পত্রিকায় কাজ করে আসছে।

রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরেরপ্রধান তথ্য অফিসার নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরে মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ প্রমুখ।

আজ ৩ই আগষ্ট বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত যেসকল সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালন, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে সত্য তথ্য তুলে ধরেছেন, তাদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। তথ্য ভবনস্থ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্তমানে মশিউর রহমান তাসনিম দৈনিক দখিনের সময় পত্রিকায় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বরিশালের একমাত্র ইংরেজি নিউজ পোর্টাল বরিশাল ওয়াচ এ কাজ করতেন, এছাড়াও একাধিক সংবাদ প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি।

তার প্রতিবেদনের মূল বিষয়বস্তু হলো অপরাধ, প্রশাসনিক অনিয়ম, পরিবেশ ধ্বংস এবং দূর্নীতি এর মতো গুরুত্বপূর্ণ ইস্যু।
২০১৫ সালে বরিশালের শিশুতোষ পত্রিকা মাসিক লাল সবুজ এর মাধ্যমে শিশু সাংবাদিকতা শুরু করেন তাসনিম। ছাত্রজীবনেই সাংবাদিকতার সূচনা তার। একাগ্রতা, নিষ্ঠা ও নিরলস শ্রমের মাধ্যমে কর্ম সম্পাদনের চেষ্টা করেন তিনি। তাসনিমের সাংবাদিকতা কখনোই চেহারা বা ইভেন্টনির্ভর ছিল না। তার প্রতিবেদনের মূলকেন্দ্র সবসময়ই জনস্বার্থ।

এই কারণে একাধিকবার তাকে হামলা ও হুমকির শিকার হতে হয়েছে; তবু তিনি পিছপা হননি; বরং সত্য প্রকাশের প্রতি আরও অটল হয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করছেন মশিউর রহমান তাসনিম। এছাড়াও বরিশালে জলবায়ু সচেতনতা, অপরাধ দমনে সামাজিক সচেতনতা তৈরিতে বিভিন্ন সামাজিক সংগঠনে সক্রিয়ভাবে কাজ করছেন তিনি।
সম্মাননা গ্রহণের প্রতিক্রিয়ায় তাসনিম বলেন, “এই সম্মাননা শুধু আমার একার নয়, দেশের হাজারো সৎ ও সাহসী সাংবাদিকের—যারা প্রতিদিন প্রতিকূলতার মধ্যেও কলম হাতে লড়াই চালিয়ে যাচ্ছেন। আমি বিশ্বাস করি, সাংবাদিকতা হবে সত্য ও ন্যায়ের পক্ষে, যেকোনো মূল্যে।”

তিনি আরও বলেন, “আমরা যারা মাঠে কাজ করি, তাদের জন্য সত্য বলার সুযোগ তৈরি করতে হবে। তখন রাষ্ট্রও উপকৃত হবে, সমাজও লাভবান হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না – নৌপরিবহন উপদেষ্টা

বাবরি মসজিদ পুনর্নির্মাণ: একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা

ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে : উপদেষ্টা ফওজুল কবির

৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

নিজ এলাকায় হেনস্থার শিকার “ব্যারিস্টার ফুয়াদ”

অনিবন্ধিত ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক বরখাস্ত

বরিশালে বিএনপি নেতার ছু‘রি’কা’ঘা’তে জামায়াতকর্মী আহত

ভূমিকম্পে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় বরিশাল নগরী

শেখ রাসেল পরিষদের সদস্য বিল্লাল এবার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী

১০

ববি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১১

শেবাচিমে ২ বছরের শিশুকে অবহেলা! চিকিৎসার বদলে ইউটিউব দেখছিলেন ‘ইন্টার্ন’

১২

বরিশালে এইচআইভি সংক্রমণে নতুন উদ্বেগ: এক বছরে শনাক্ত ২০ জন, অর্ধেকই শিক্ষার্থী

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ম সমাবর্তন আয়োজনের লক্ষ্যে ৬ সদস্যের কমিটি গঠন

১৪

ববিতে নবীন শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং: ভুক্তভোগীর উপাচার্য বরাবর লিখিত অভিযোগ

১৫

ছাত্রসংসদের নাম জটিলতা নিরসনে ববিতে নিস্ফল বৈঠক

১৬

বরিশালে থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

১৭

দেশের সব ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ

১৮

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

১৯

বরিশালে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ডিসি

২০