স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৫, ৪:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্যারিস থেকে জার্মানি গিয়ে বিনামূল্যে ইউসিএল ফাইনাল দেখবেন তারা

ক্লাবের ইতিহাসে দ্বিতীয়বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। ২০২০ আসরে প্রথমবার নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপেরা ফরাসি ক্লাবটিকে ফাইনালে তুলেছিলেন। যদিও বায়ার্ন মিউনিখের কাছে হেরে সেবার তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল। সেই হার মানতে পারেননি পিএসজির মালিক নাসের আল খেলাইফিও। দলটি এবার ইউসিএল ফাইনালে ওঠায় তিনি ব্যাপক খুশি, বড় ঘোষণা দিলেন ক্লাবের ৬০০ স্টাফের জন্য।

ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় স্বপ্ন ছোঁয়ার দ্বারপ্রান্তে থেকে উন্মাদনায় ভাসছে প্যারিসিয়ান ফুটবলার, ক্লাব স্টাফ ও ম্যানেজার থেকে শুরু করে সমর্থকরাও। ৩১ মে জার্মানির মিউনিখ শহরে হবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নির্ধারণী লড়াই। অ্যালিয়াঞ্জ অ্যারেনার সেই ফাইনালে পিএসজি ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান মুখোমুখি হবে। প্যারিস থেকে গিয়ে সেই ম্যাচ বিনামূল্যে দেখতে পারবেন পিএসজির সকল স্টাফ।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপে জানিয়েছে, পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি ক্লাবের সবাইকে একটি বার্তা পাঠিয়েছেন। যেখানে লেখা ছিল– ‘আমাদের সকল স্টাফের জন্য এই সুবিধা থাকছে যে, তারা আমাদের দলের সঙ্গে ফাইনাল মিশনে মিউনিখে যেতে পারবেন। পুরো ব্যবস্থাপনার বিষয়ে ক্লাব ম্যানেজমেন্ট পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেবে।’

অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস নাসের আল খেলাইফির পুরো মন্তব্য সামনে এনেছে। সেখানে পিএসজির এই ধনকুবের মালিক বলেন, ‘এটি আমাদের ক্লাবের জন্য আরেকটি স্মরণীয় রাত হতে যাচ্ছে, যদিও মিউনিখে আমরা আর একটি কদম দূরে আছি। যার জন্য প্রয়োজনে পুরো মনোযোগ, দৃঢ়চিত্ত ও ঐক্য। আমাদের ক্লাবের সফলতার মূলমন্ত্র সবার ঐক্যবদ্ধ প্রচেস্টা, সেটি হোক মাঠে কিংবা মাঠের বাইরে, খেলোয়াড় থেকে শুরু করে কোচ, সকল টেকনিক্যাল স্টাফ ও প্রতিটি বিভাগে থাকা স্টাফদের ভূমিকা আছে। আমরা সবাই মিলে একটি পরিবার, যারা বড় মঞ্চে পিএসজি ও ফ্রান্সের প্রতিনিধিত্ব করছে।’

ক্লাবের পুরো ৬০০ সদস্যকেই ফাইনালের মঞ্চে নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন খেলাইফি। তিনি জানান, ‘মিউনিখে আমাদের ফাইনালে উপস্থিত থাকার সুযোগ প্রতিটি সদস্যরই প্রাপ্য। পিএসজির জন্য আপনাদের প্রচেষ্টা, প্রতিজ্ঞা, পেশাদারিত্ব ও আবেগ প্রদর্শন ও প্রমাণের জন্য অনেক কৃতজ্ঞতা। শিগগিরই ম্যানেজমেন্টের পক্ষ থেকে (চ্যাম্পিয়ন্স লিগ) ফাইনালে সবার উপস্থিতি নিশ্চিতের জন্য বিস্তারিত তথ্য জানানো হবে।’

প্রসঙ্গত, ইউসিএলে সেমিফাইনালের প্রথম লেগ খেলতে পিএসজি গিয়েছিল আর্সেনালের মাঠ এমিরেটসে। যেখান থেকে তারা ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল। দ্বিতীয় লেগে পার্ক দ্য প্রিন্সেসেও সেই ধারা ধরে রেখে ফাইনাল নিশ্চিত করে প্যারিসিয়ানরা। ঘরের মাঠে তাদের জয় ২-১ গোলে। ৩-১ অ্যাগ্রিগেটে জয় নিয়ে ক্লাব ইতিহাসে দ্বিতীয়বার উঠল ফাইনালে। মিউনিখে তাদের প্রতিপক্ষ হিসেবে আগেই প্রস্তুত ছিল ইন্টার মিলান। এর আগে রোমাঞ্চকর সেমিতে তারা বার্সেলোনাকে ৭-৬ গোলের অ্যাগ্রিগেটে হারায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবস আজ

হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

হাদির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রনি

হাদী ইস্যু: পুরো কুমিল্লা সীমান্তে বিজিবির নজরদারি

বরগুনার পুরাকাটা ফেরিঘাটে ছুরিকাঘাতে খেয়া মাঝি নিহত

বরিশাল-২ আসনে জামায়াত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

হাদিকে হামলায় সন্দেহভাজন যুবকের ছবি প্রকাশ

ওসমান হাদী’র গ্রামের বাড়িতে চুরি

আইসিইউতে ওসমান হাদি, অবস্থা অত্যন্ত গুরুতর: চিকিৎসক

১০

পোস্টার ছাড়াই নির্বাচন করছেন তাসনিম জারা

১১

ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা আসিফ মাহমুদের

১২

গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু “সাজিদকে” জীবিত উদ্ধার

১৩

১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন

১৪

অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না – নৌপরিবহন উপদেষ্টা

১৫

বাবরি মসজিদ পুনর্নির্মাণ: একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা

১৬

ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে : উপদেষ্টা ফওজুল কবির

১৭

৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

১৮

নিজ এলাকায় হেনস্থার শিকার “ব্যারিস্টার ফুয়াদ”

১৯

অনিবন্ধিত ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

২০