বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর বলেন, “কর্মস্থলে অনিয়ম পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না, সে যেই হোক। জাহিদা আনোয়ার প্রসঙ্গে তিনি বলেন, এখানে (শেবাচিম হাসপাতাল) তার আসার কোনো সুযোগ নেই। কেননা এখানে পদ যেমন খালি নেই, তেমনি তার গ্রেডের সাথে এখানে পদায়নেরও কোনো সুযোগ নেই।”
এদিকে বরিশাল জেলার সিভিল সার্জন ডা. এসএম মনজুর-এ-এলাহী বলেন, “জাহিদা আনোয়ার এখান থেকে স্বেচ্ছায় বদলি হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দুটি তদন্ত চলছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তদন্ত করা হচ্ছে। তাছাড়া দুদকের পক্ষ থেকে কোনো তদন্ত চলছে বলে জানা নেই। তবে দুদক থেকে আমাদের কাছে কোনো তথ্য চাওয়া হলে তা সরবরাহ করে তাদের সহযোগিতা করা হবে।
মন্তব্য করুন