বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগামী ৬ ডিসেম্বর, ২০২৫ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিল্লাল হোসেন। পূর্বে তিনি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সদস্য ছিলেন—এ কারণেই তার প্রার্থিতা নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে বাড়তি আলোচনা।
কাউন্সিলের নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম বলেন,”বিল্লালকে আমরা ডেকেছিলাম। সে জানিয়েছে তার অনুমতি ছাড়াই শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদে তার নাম দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে জুলাই আন্দোলনে সরাসরি মাঠে থেকে কাজ করেছে।”
জুলাই আন্দোলনের সঙ্গে থাকলেই ছাত্রলীগ সদস্যরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত হয়ে বিভিন্ন পদে নির্বাচন করতে পারেন কিনা, এমন প্রশ্ন করা হলে তিনি কোনো সদ উত্তর দিতে পারেননি।
অভিযুক্ত বিল্লাল হোসেন বলেন,”পারিবারিকভাবে বিএনপির ছেলে। ২০২৩ সালে প্রোগ্রাম করেছি, সেগুলো সিভিতে যুক্ত করেছি। আমি সবসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম।”
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,”ইমিডিয়েট এক সিনিয়র আমার নাম দিয়ে দিয়েছে। সে বিষয়ে কিছু জানতাম না। বড় ভাই তখন বলেছিলেন এটা সামাজিক প্রতিষ্ঠান। তবে যখন আমি বুঝতে পারি, তখন সে গ্রুপ থেকে লিভ নিয়ে নিয়েছি।”
মন্তব্য করুন