ঝালকাঠির অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিকাল ৩ ঘটিকায় ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভা, দোয়া মোনাজাত ও কেক কাটার আয়োজন করা হয়। ইয়ুথ অ্যাকশন সোসাইটির সভাপতি আবির হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ আব্দুল্লাহ আল-আমীন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল্লাহ আল-আমীন বলেন, ইয়ুথ অ্যাকশন সোসাইটি ঝালকাঠির আর্তমানবতার সেবায় এক অনন্য নাম হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে করোনাকালীন অক্সিজেন সরবরাহ এবং নারীদের স্বাবলম্বী করার মতো মহৎ কাজগুলো যুব সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তরুণরাই পারে একটি সুন্দর সমাজ গড়তে, আর ইয়াস সেই পথেই হাঁটছে। তিনি সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম রাব্বি বলেন, ইয়াস গত ৬ বছর ধরে ঝালকাঠির সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা কেবল একটি সংগঠন নই, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে একদল তরুণ স্বেচ্ছাসেবী হয়ে আর্তমানবতার সেবায় কাজ করছি। আগামী দিনগুলোতে আমাদের এই সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে।
সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন রানা বলেন, ইয়াস প্রজেক্ট সবুজায়নের আওতায় ঝালকাঠির প্রত্যন্ত অঞ্চলে বৃক্ষরোপণ এবং করোনাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত অক্সিজেন রেসপন্স টিমের মাধ্যমে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ অব্যাহত রেখেছে। এছাড়া ইয়াস ব্লাড ব্যাংকের মাধ্যমে নতুন রক্তদাতা তৈরি ও বিনামূল্যে রক্তদান কর্মসূচী পালন, প্রজেক্ট স্বাবলম্বীর মাধ্যমে নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে নতুন কর্মসংস্থান তৈরি এবং তরুণ ও নারীদের সাইবার বুলিং থেকে রক্ষায় সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান আমাদের সংগঠনের গৌরবময় অর্জন।
সভাপতির বক্তব্যে আবির হোসেন রানা বলেন, ইয়াসের প্রতিটি সদস্য নিঃস্বার্থভাবে কাজ করে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমরা চাই ঝালকাঠির প্রতিটি প্রান্তে মানবিক সেবার আলো পৌঁছে দিতে। সমাজের বিত্তবান ও সুধী সমাজ পাশে থাকলে ইয়াস আরও বড় পরিসরে মানুষের কল্যাণে কাজ করতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও ইয়াসের উপদেষ্টা আক্কাস সিকদার, বিশিষ্ট আইনজীবী ও জেলা সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ মুশফিকুর রহমান বাবু এবং এডাব সভাপতি মোঃ শাহ আলম খলিফা।
উক্ত আয়োজনে ইয়াসের বিপুল সংখ্যক সদস্য, শুভাকাঙ্খী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত শেষে কেক কাটা হয়। এর পাশাপাশি দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ছিল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন সফলভাবে সম্পন্নকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান।
মন্তব্য করুন