নতুন প্রাণের স্পন্দনে মুখরিত হতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস। রাত পোহালেই কেন্দ্রীয়ভাবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের। নবীন বরণকে কেন্দ্র করে ক্যাম্পাস জুড়ে এখন সাজ সাজ রব, সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা।
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এবার আয়োজনে থাকছে বিশেষ চমক। সাংস্কৃতিক সন্ধ্যায় ক্যাম্পাস মাতাতে আসছে দেশের জনপ্রিয় তিনটি ব্যান্ড দল— সোনার বাংলা সার্কাস, লালন এবং সাব-কনশাস। নবীনদের জন্য স্মরণীয় একটি দিন উপহার দিতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উৎসবের আমেজ বজায় রাখতে এবং বহিরাগতদের বাড়তি চাপ সামলাতে বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অনুষ্ঠান চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রক্টোরিয়াল বডি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ অবস্থানে রয়েছে।
সার্বিক প্রস্তুতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ড. রাহাত হোসাইন ফয়সাল জানান,”আমরা নবীন বরণের সকল প্রস্তুতি সফলভাবে সম্পন্ন করেছি। ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে উৎসব উদ্যাপন করতে পারে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান বজায় থাকবে এবং প্রতিটি পয়েন্টে আমাদের বিশেষ টিম টহলে থাকবে।
মন্তব্য করুন