বরিশাল জেলার উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে গেছে।
বুধবার (১লা মে) ভোর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী-সানুহারের মাঝামাঝি স্থানে একটি প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
তবে হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন হাইওয়ে পুলিশ। স্থানীয়দের দাবী ঘুমের ঘোরে চালক প্রাইভেট কারটি চালানোর কারনেই এ দূর্ঘটনা ঘটে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান- ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেয়া হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।