আজ ১৮ই এপ্রিল রোজ বৃহস্পতিবার সময় সকাল ১১.৩০ ঘটিকায় গলাচিপা পৌরসভা ভবনের সামনে বৈশাখী অগ্নি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন গলাচিপা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা আসনের কাউন্সিলর, আরো উপস্থিত ছিলেন গলাচিপা পৌরসভার বিভিন্ন কমকর্তা সহ স্থানীয় সাধারণ মানুষ।
গলাচিপা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ কালাম হোসেন এর নেতৃত্বে উক্ত মহড়াটি অনুষ্ঠিত হয়।উক্ত মহড়ার গলাচিপা ফায়ার সার্ভিস ডিফেন্স পক্ষ থেকে আলোচনা করেন গলাচিপা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ কালাম হোসেন তার আলোচনায় তিনি বলেন,সর্বপ্রথম অগ্নিকান্ড হলে স্হানীয় মানুষের করণীয় হবে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসে খবর দেওয়া এবং এর পাশাপাশি কোথায় অগ্নিকান্ড হয়েছে তার সুনির্দিষ্ট স্থান লোকেশন অবগত করতে হবে।
এরপরে যত সম্ভব নিজেদেরকে আগে চেষ্টা চালিয়ে যেতে হবে। ফায়ার সার্ভিস আশার সঙ্গে সঙ্গে যাতে করে তাদের কাযকর্ম করতে পারে সেই বিষয় লক্ষ রাখতে হবে। তার আলোচনায় তিনি আরো বলেন রান্না করার সময় যদি অগ্নিকান্ড ঘটে, তা হলে আতঙ্কিত না হয়ে প্রথমে গ্যাস সিলিন্ডারে ভিজা কম্বল অথবা পাটের বস্তা দিয়ে চাপা দিতে হবে না হয় ভারি বালতি দিয়ে চাপা দিতে হবে।
পরবর্তীতে কি ভাবে অগ্নিকান্ড ঘটলে তা নিভাতে হয় সেগুলো সবার সামনে প্রদর্শনী করে দেখানো হয়।