৪ঠা জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলন চলাকালে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের কয়েকজন সদস্যের মধ্যে মারামারির সৃষ্টি হলে পন্ড হয় সেদিনের আন্দোলন। দুদিন থেমে আজ ৬ জুলাই ফের উত্তপ্ত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
আন্দোলনের আজ ৫ম দিনে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সকাল ১১ টা নাগাদ বিশ্ববিদ্যারয়ের গ্রাউন্ড ফ্লোরে উপস্থিত হতে থাকে সাধারন শিক্ষার্থীরা। সেখানকার কর্মসূচি শেষে ১১.৩০ মিনিটে পদযাত্রা বের করে এবং দুপুর ৩টা পর্যন্ত বরিশাল-পটুখালী মহাসড়ক অবরোধ করে।
আন্দোলনকারী শিক্ষার্থী সিয়াম বলেন আহমেদ, লাগাতার আন্দোলন চলবে আমাদের দাবি না মানা পযর্ন্ত আমরা রাজপথ ছাড়বো না।আমরা চাই মেধা সুযোগ পাক তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে।
গতদিনের মতো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হবে কিনা জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম.আর. মুকুল জানান, শিক্ষার্থীরা নিজেরাই বিকাল ৩ টা পর্যন্ত সময় দিয়েছেন তার ভিতরেই তারা আন্দোলন শেষ করবেন। আর গতদিনের মতো কোনো অপ্রীতিকর পরিস্থিতির কোনো সুযোগ নেই। আমরা এ ব্যপারে সচেষ্ট।