ঢাকারবিবার , ৭ জুলাই ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগের বাধা উপেক্ষা করে আবারও কোটা আন্দোলনে উত্তপ্ত ববি ক্যম্পাস

আবু উবাইদা - ববি প্রতিনিধি
জুলাই ৭, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

৪ঠা জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলন চলাকালে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের কয়েকজন সদস্যের মধ্যে মারামারির সৃষ্টি হলে পন্ড হয় সেদিনের আন্দোলন। দুদিন থেমে আজ ৬ জুলাই ফের উত্তপ্ত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

আন্দোলনের আজ ৫ম দিনে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সকাল ১১ টা নাগাদ বিশ্ববিদ্যারয়ের গ্রাউন্ড ফ্লোরে উপস্থিত হতে থাকে সাধারন শিক্ষার্থীরা। সেখানকার কর্মসূচি শেষে ১১.৩০ মিনিটে পদযাত্রা বের করে এবং দুপুর ৩টা পর্যন্ত বরিশাল-পটুখালী মহাসড়ক অবরোধ করে।

আন্দোলনকারী শিক্ষার্থী সিয়াম বলেন আহমেদ, লাগাতার আন্দোলন চলবে আমাদের দাবি না মানা পযর্ন্ত আমরা রাজপথ ছাড়বো না।আমরা চাই মেধা সুযোগ পাক তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে।

গতদিনের মতো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হবে কিনা জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম.আর. মুকুল জানান, শিক্ষার্থীরা নিজেরাই বিকাল ৩ টা পর্যন্ত সময় দিয়েছেন তার ভিতরেই তারা আন্দোলন শেষ করবেন। আর গতদিনের মতো কোনো অপ্রীতিকর পরিস্থিতির কোনো সুযোগ নেই। আমরা এ ব্যপারে সচেষ্ট।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।