এক লাফে ৭ টাকা বেড়ে প্রতি ডলারের দাম এখন ১১৭ টাকা। বুধবার (৮ মে) অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক।
জানা যায়, এখন থেকে ‘ক্রলিং পেগ’ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনা-বেচা হবে। এ পদ্ধতিতে ডলারের রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল ১১০ টাকা।
উল্লেখ্য, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকা ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তের কারণে ডলারের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।