ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুলাই ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের গুলিতে আহত ববি শিক্ষার্থী নাহিদ

আবু উবাইদা - ববি প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৪ ১২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশালের চৌমাথা নামক স্থানে পুলিশের ছোড়া রাবার বুলেট লেগে আহত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান। ১৭ জুলাই আনুমানিক রাত সাড়ে আটটার সময় এ ঘটনা ঘটে।

বাংলা বাজারের নিজ বাসা থেকে মোটরসাইকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসার সময় এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। রাস্তায় পুলিশের কড়া টহলের কারনে আহত অবস্থায় তিনি জরুরি সেবা নিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ যেতে বাধাগ্রস্ত হন এবং স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ক্যাম্পাসে আসেন। পরবর্তীতে ক্যাম্পাস থেকে বন্ধুদের সহযোগিতায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা নিয়ে ঘরে ফেরেন।

ভুক্তভোগী নাহিদ হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের হামলা প্রশাসনের পক্ষ থেকে কোনোভাবেই কাম্য নয়। আমার উপর যে অমানবিক হামলা হয়েছে তার জবাবদিহিতা সরকারকে দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর ইসলাম নিয়ন বলেন, আমরা ব্যথিত যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আজ আহত। আমাদের দাবী একটাই কোঠার যৌক্তিক সংস্কার ।এই দাবী আদায়ের জন্য রক্ত যখন দিয়েছে আমার ভাইয়েরা তখন রক্ত আরো দিবো। দাবী আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।