ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বদলে গেল সময় টিভি’র ব্যবস্থাপনা পরিচালক

নিউজ ডেস্ক
আগস্ট ১০, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে আহমেদ জোবায়েরকে। তার স্থলে এসেছেন শম্পা রহমান। যিনি সময় টিভির মালিকানার বেশিরভাগ অংশ সিটি গ্রুপের পরিচালক ও সাবেক চেয়ারম্যান ফজলুর রহমানের মেয়ে। তিনি সময় টিভির প্রতিষ্ঠাকালীন পরিচালক।

শনিবার (১০ আগস্ট) গুলশানের সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় নতুন এই ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয়।

পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে  আহমেদ জোবায়েরকে অব্যহতি দেয়া হয়েছে। একই সভায় পরিচালক  শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়।

পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, সময় মিডিয়া লিমিটেডের সকল কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।