বরিশাল বেলস পার্ক সংলগ্ন ডিসি লেকের ঘাটের সংস্কার ও নতুন দেয়াল নির্মাণ করা হয়েছে। এতে ডিসি ঘাটের সাথে স্থাপন করা পোস্ট বক্সটি ভেতরে রেখেই নির্মাণ করা হয়েছে নতুন দেয়াল। সাধারণত অন্য কোনো দপ্তর কিংবা কোনো প্রতিষ্ঠানের স্থাপনা বা সরঞ্জাম থাকলে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি বা নোটিশের মাধ্যমে জানানো হয়। যেন সংশ্লিষ্ট বিভাগ তাদের স্থাপনা বা সরঞ্জাম অন্যত্র সরিয়ে নিতে পারে।
এ ব্যাপারে বরিশাল প্রধান ডাকঘরের সহকারী পোস্ট মাস্টার জেনারেল মোঃ আব্দুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই বিষয়টি আমি ঈদের ছুটির মধ্যে লক্ষ্য করেছি, এবং গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে বিষয়টি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি কিন্তু আমাকে এ ব্যাপারে কোনো বিভাগ থেকে চিঠি বা অন্য কোনো মারফত জানানো হয়নি।
আমি নিশ্চিত নই এটি বরিশাল জেলা প্রশাসনের নাকি বরিশাল সিটি কর্পোরেশন এর কাজ। আপনাদের মাধ্যমে জানলাম এখন আমি সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবো। এ ব্যাপারে বরিশাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ মনজুরুল আলমের সাথে যোগাযোগ করা হলে, তিনিও এ ব্যাপারে অবগত নয় বলে জানিয়েছেন।
মন্তব্য করুন