বরিশালের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “বরিশাল পত্রিকা’র সম্পাদক হিসেবে যুক্ত হলেন দৈনিক শাহানামা পত্রিকার চীফ রিপোর্টার মোঃ শাহাজাদা হিরা।
গত ২১/০৫/২০২৪ ইং তারিখে তিনি বরিশাল পত্রিকা’র সম্পাদক পদে যুক্ত হন।
তিনি মনে করেন বরিশাল পত্রিকা একটি ভিন্ন ধারার অনলাইন গণমাধ্যম হয়ে বরিশালের সকল ধরনের খবরা-খবর সার্বক্ষণিক পাঠকদের মাঝে তুলে ধরবে। বরিশাল পত্রিকা হবে বরিশালের গণ মানুষের পত্রিকা । অসুস্থ সাংবাদিকতার ভীড়ে সুস্থ সাংবাদিকতা চর্চা হবে এখানে। বরিশাল পত্রিকা’র প্রতিটি সংবাদকর্মীরা হবে দক্ষ, মেধাবী এবং চৌকস।
শাহাজাদা হিরা দীর্ঘদিন ধরেই সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত। তিনি দৈনিক শাহানামা পত্রিকার চীফ রিপোর্টার। এছাড়াও তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।
বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন এসএনডিসি ও মানবী’র উপদেষ্টা। তিনি বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখছেন।
মন্তব্য করুন