ঢাকারবিবার , ১৯ মে ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মধ্যরাত থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ

অনলাইন ডেস্ক
মে ১৯, ২০২৪ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে রোববার মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ইলিশসহ সব ধরনের মাছ শিকার। এই নিষেধাজ্ঞা থাকবে ৬৫ দিন পর্যন্ত। সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঘোষিত এ নিষেধাজ্ঞা চলবে ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত। এই সময়ের মধ্যে দেশের সামুদ্রিক জলসীমানায় সব ধরনের মাছ শিকার, পরিবহনসহ নিষিদ্ধ থাকবে সংরক্ষণও।

মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, মে-জুন মাস হচ্ছে সাগরে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন মৌসুম। প্রজনন নিরাপদ ও প্রজননের পর রেণু মাছের বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এদিকে নিষেধাজ্ঞা চলাকালে কর্মহীন হয়ে পড়বে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার প্রায় ২০ হাজার জেলে। তবে এইসময় নিবন্ধিত তালিকাভুক্ত প্রতি জেলেকে প্রথম ৫৬ কেজি এবং পরে ৩০ কেজি করে মােট ৮৬ কজি চাল দেওয়া হবে। মৎস্য বিভাগের তথ্যমতে, রাঙ্গাবালী উপজেলায় নিবন্ধিত ১৬ হাজার ৮০৯ জন জেলে রয়েছেন। এর মধ্যে ১২ হাজার ৮২০ জন জেলে এবার খাদ্য সহায়তা পেতে পারেন। তবে জেলেদের দাবি, নিবন্ধিত এবং অনিবন্ধিত অনেক জেলেই নিষেধাজ্ঞাকালীন সরকারি খাদ্য সহায়তা থেকে প্রতিবার বঞ্চিত হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।