জামায়াতে ইসলামীর ঢাকা কেন্দ্রিক জাতীয় সমাবেশে যোগ দিতে বরিশাল লঞ্চঘাটে আজ শুক্রবার সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা গেছে। জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশেপাশের জেলার হাজারো নেতাকর্মী লঞ্চযোগে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিতে নদীবন্দরে জড়ো হচ্ছেন।
লাল-সবুজ ও দলীয় পতাকা, ব্যানার, টুপি ও জামা-কাপড়ে নিজ দলের পরিচয় বহন করা এসব কর্মীরা দলবদ্ধভাবে লঞ্চঘাটে উপস্থিত হন। তাদের অনেকেই পরিবার নিয়ে সমাবেশে অংশ নিতে যাচ্ছেন বলে জানা গেছে।
জামায়াতের স্থানীয় এক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের দমন-পীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং ইসলামবিরোধী নীতির প্রতিবাদে আয়োজিত এ সমাবেশে সারা দেশ থেকেই লাখো নেতাকর্মী অংশ নেবেন। বরিশাল থেকেও উল্লেখযোগ্যসংখ্যক লোক যাচ্ছে। তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের মত প্রকাশের অধিকার প্রয়োগ করছি। ইসলামী আদর্শ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
ঘাটে উপস্থিত বিভিন্ন যাত্রী, দোকানদার ও লঞ্চ কর্তৃপক্ষ জানান, নেতাকর্মীদের ভিড় থাকলেও কোনো বিশৃঙ্খলা হয়নি। বরং নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে, শৃঙ্খলার সাথে তারা লঞ্চে উঠছেন। এতে সাধারণ যাত্রীদের চলাচলেও কোনো প্রকার বিঘ্ন ঘটেনি।
বরিশাল নদীবন্দরের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “আমরা আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। ভিড় বেশি থাকলেও যাত্রীদের চলাচলে কোনো সমস্যা হয়নি। সবকিছু সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে।”
লঞ্চঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ ও নৌ-পুলিশ মোতায়েন করা হয়েছে। লঞ্চ কর্তৃপক্ষও প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ট্রিপ পরিচালনার ব্যবস্থা রেখেছে।
ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে অংশগ্রহণকারীরা মনে করছেন, এই কর্মসূচি ইসলামী আন্দোলন ও গণতন্ত্রের পক্ষে একটি নতুন বার্তা দেবে। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি নিশ্চিত করে তারা জনমত গঠনের এক ব্যতিক্রমধর্মী উদাহরণ স্থাপন করতে চান।
মন্তব্য করুন