বরিশাল জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারী ব্রজমোহন (বিএম) কলেজে বরিশাল পত্রিকার নতুন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল ইসলাম।
সম্প্রতি বরিশাল পত্রিকা কর্তৃপক্ষ তাকে এই নিয়োগ প্রদান করে। আজিজুল ইসলাম বর্তমানে বিএম কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের (২০২২-২৩ সেশন) অনার্স ২য় বর্ষে অধ্যয়নরত।
এছাড়াও তিনি দৈনিক শেয়ারবিজ, বাংলাদেশ বুলেটিন ও দৈনিক ইত্তেফাক সহ বিভিন্ন গণমাধ্যম ও প্রতিষ্ঠানে লেখালেখি করছেন। লেখালেখি ও সাংবাদিকতার প্রতি গভীর আগ্রহ থেকেই তিনি এ অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করছেন।
বরিশাল পত্রিকা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আজিজুল ইসলামের নিষ্ঠা ও দায়িত্বশীলতা কলেজের সংবাদ সংগ্রহ ও প্রচারে নতুন গতি আনবে। তার মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন, সমস্যা ও সম্ভাবনার কথা পাঠকের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে যাবে।
মন্তব্য করুন