বরিশালের বানারীপাড়ায় ঐতিহ্যবাহী সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের ১৩৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ রবিবার (২৬ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত হাওলাদার-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি. এম. এ মুনিব, বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার, বানারীপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির হোসেন, সিনিয়র সাংবাদিক রুমি সাইদ ও সাংবাদিক সাইফুল ইসলাম মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়, যা বিদ্যালয় প্রাঙ্গণকে উৎসবের রঙে রাঙিয়ে তোলে।