শুক্রবার (৩১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের হোটেল গার্ডেন ভিউ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১৬ জন তরুণ-তরুণীকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, হোটেল গার্ডেন ভিউ তে ৬ জন ছেলে ও ১০জন মেয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। পরে অভিজান চালিয়ে সেখান থেকে ছয় যুবক ও দশ যুবতীকে আটক করেছে পুলিশ।
ওসি মো. হাসানুজ্জামান বলেন, অভিযানে অসামাজিক কার্যকলাপের সাথে জরিত যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত বাবস্থা নেয়া হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।