ঢাকাশুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ইজারার মেয়াদ শেষ হওয়াতে বিষ প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৬, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত রাখাল বাবুর পুকুর। অন্যতম একটি সৌন্দর্য  বর্ধনের স্থান এই রাখাল বাবুর পুকুরটি।বিকাল থেকে রাত অব্দি অনেক মানুষ হাঁটাচলা করেন এই পুকুরের বাঁধাই করা পারটি ঘিরে।মূলত এটি একটি বরিশাল সিটি কর্পোরেশনের সম্পত্তি। সাধারণ জনগণের কাছে সময়ের চুক্তি মেয়াদে ইজারা দেওয়া হয় এই পুকুরটি।
বিগত ৩ বছর যাবত চুক্তি মেয়াদ অনুযায়ী সাবেক ছাত্রদল নেতা হামিদুর রহমান অন্তুু ও ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সাঈদ মাহমুদএবং ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি  মাসুদ করিম। পুকুরটিতে মাছ চাষ সহ বিভিন্ন সময়ে টিকিট বিক্রির মাধ্যমে মাছ ধরার প্রতিযোগিতাও চালিয়ে আসছিলেন তারা।
গত ১৪ এপ্রিল শেষ হয় তাদের চুক্তি মেয়াদ অনুযায়ী ইযারার সময়সী। মেয়াদ শেষ হলে তাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয় চাষকৃত যে সকল মাছ পুকুরে রয়েছে তা উঠিয়ে নেয়ার জন্য। তাতে ঘটে তেলেচমাতি কান্ড, পুকুর থেকে মাছ উঠে যাওয়ার পরিবর্তে নিজেদের চাষকৃত মাছে নিজেরাই বিষ প্রয়োগ করে দেন। যার ফলে মরে ভেসে ওঠে সব মাছগুলো।অতঃপর মাছগুলো পানিতে পচে বিকট দুর্গন্ধ ছাড়ানোর সাথে সাথে নষ্ট হয়ে যায় পুরো পুকুরের পানি। এবং যখন পুকুরে মাছ চাষ করত তখন বন্ধ করে রাখা হয়েছিল আশেপাশে বাড়ির মলমূত্রের পাইপগুলো।
বিষ প্রয়োগের সাথে সাথে ইযারাদাররা খুলে দেয় সেই সকল পাইপগুলো। যার ফলে পুরোপুরি ব্যবহারের অযোগ্য হয়ে গেছে পুকুরের পানি।এবং বিকট দুর্গন্ধের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে আশেপাশে মানুষের জীবন মানে। এই বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনকে অবগত করলে তারা জানান, যদি ইজারাদাররা এহেন কাজ করে থাকেন তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানক  ব্যবস্থা নেয়া হবে।।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।