ঢাকাশনিবার , ১ জুন ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে বিএনপি

নিউজ ডেস্ক
জুন ১, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড় রিমাল ও এর ফলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তারা সিদ্ধান্ত নিয়েছে যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনও পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরির করবে। এর পর ত্রাণসামগ্রী, ওষুধ ও আর্থিক সহায়তা নিয়ে আগামীকাল রোববার থেকে উপকূলীয় এলাকায় যাবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টিম ডাক্তারদের নিয়ে ভুক্তভোগীদের জন্য বিনামূল্যে বা কম খরচে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে। এছারাও ত্রাণ তহবিল পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় আর্থিক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাবের ক্ষেত্রে সচেতনতামূলক কর্মসূচি চালুর পরিকল্পনা করছেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আলাদাভাবে সহায়তা দেয়ার পরিকল্পনা করেছে তারা। এসব কর্মসূচি সরাসরি তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত নেতা তারেক রহমান। ত্রাণ কমিটির নেতারা জানান, রিমাল ও বন্যায় ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণের চেষ্টা চলছে।

ত্রাণ উপ-কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ ও সহায়তা শুরু করা হবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও সহায়তার দায়িত্ব সরকারের। তবে জনগণের দল হিসেবে বিএনপি অতীতের মতো প্রাকৃতিক দুর্যোগে সাধ্যমতো সাধারণ মানুষকে সহযোগিতা করবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।