ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, ছাত্রদলকে হতে হবে নম্র, ভদ্র। সাধারন শিক্ষার্থীরা যেন ছাত্রদলেকে নিয়ে গর্ব করতে পারে আর যারা এমন উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে তারাই আগামীদিনের ছাত্র রাজনীতির নেতৃত্ব দেবে।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে পর্যটন নগরী কুয়াকাটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণের শেষে ফেরার পথে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্বল্প সময়ের যাত্রাবিরতীতে ছাত্রদলকর্মীদের উদ্দেশ্যে এসব দিকনির্দেশনামূলক কথা বলেন তিনি।
সভাপতি আরো বলেন, রাজপথে আমাদের প্রস্তুত থাকতে হবে। তোমরা নম্র, ভদ্র হলে যে রাজপথে থাকতে পারবা না তেমন না। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে তোমাদের এ গুনের অধিকারী হতে হবে।
এসময় ছাত্রদল সভাপতি দাবী করেন, বিএনপি একমাত্র দল যারা সাধারণ জনগণের কথা শোনে, সাধারণ মানুষের হৃদয়ে বসবস করে।