বরিশালে তাপপ্রবাহে তৃষ্ণার্ত-ক্লান্ত মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এসএনডিসির সদস্যরা। তাপদাহে পথচারীসহ সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে পানি বিতরণ অব্যাহত রাখার কথা জানিয়েছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহরুন কবির ইভান। তীব্র গরমে বিনামূল্যে বিশুদ্ধ পানি পেয়ে খুশি পথচারীরা।
গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে বরিশালে। রবিবার বরিশালে তাপমাত্রা ছিলো ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহের পাশাপাশি বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ট প্রাণিকূল।
এ অবস্থায় তৃষ্ণার্ত মানুষের মাঝে বিনামূল্যে নিরাপদ ও সুপেয় পানি বিতরনের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এসএনডিসি এর বরিশাল ইউনিট।
এসএনডিসি’র নিজস্ব অর্থায়নে রবিবার সকাল ১২টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে সাধারণ মানুষের হাতে বিশুদ্ধ পানি তুলে দিয়ে এই কার্যক্রমের সূচনা করেন তারা।
রিক্সা, অটোরিক্সা ও সিএনজি চালক এবং পথচারীদের মাঝে নিরাপদ ও সুপেয় পানি বিতরণ করা হয়। তীব্র তাপদাহে ক্লান্ত তীষ্ণার্ত মানুষ বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করতে পারায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান পথচারীরা।