মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তীব্র গরমে বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষে সুমি আক্তার (১৪) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রোববার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় এ ঘটনা ঘটে। সুমি আক্তার হাসাইল বানারী ইউনিয়নের আটিগাও গ্রামের সুমন মুন্সীর মেয়ে
ঘটনার সত্যতা নিশ্চিত করে বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কায়েসুর রহমান বলেন, তীব্র গরমে আমাদের বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী অচেতন হয়ে যায়। পরে আমরা তাকে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এখন তার অবস্থা অনেকটাই ভালো।
এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. প্রণয় মান্না দাস বলেন, দাবদাহের কারণে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এখন তার অবস্থা শঙ্কামুক্ত।